• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কুলাউড়ায় সিঁদ কেটে ঘর থেকে শিশু চুরি

প্রকাশ:  ১১ মে ২০২২, ১৬:১৫ | আপডেট : ১১ মে ২০২২, ১৬:১৯
নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিঁদ কেটে ঘর থেকে তিন বছরের একটি শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা লিজা আক্তারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) রাত আড়াইটার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুর নাম হাবিবুর রহমান মাহিন।

স্থানীয়রা জানান, কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের বিয়ে হয় একউ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সঙ্গে। মর্তুজ মিয়া দুবাই গেলে লিজা বাবার বাড়িতে দুই বছর ধরে ছেলে মাহিনকে নিয়ে বসবাস করছেন। মঙ্গলবার রাতে ওই বাড়ির বসতঘরের সিঁদ কেটে শিশু মাহিনকে তুলে নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন। পরে ঘরের বাইরে একটি জুুতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লোকজনের হাতে ধরা পড়ার ভয়ে চোর জুতা ফেলে পালিয়েছে।

শিশুর মা লিজা বেগম বলেন, ছেলেকে নিয়ে একসঙ্গে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম থেকে দেখি ছেলে নেই। পরে দরজা খোলা এবং ঘরের এক পাশে সিঁদ কাটা দেখতে পাই। সঙ্গে সঙ্গে চিৎকার দেই। তখন বাড়ির লোকজন দ্রুত ঘর থেকে বের হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধার করতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

সিঁদ কেটে,শিশু চুরি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close