• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ঈদ জামাতে গুলি, অস্ত্রধারীকে ‌খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রকাশ:  ০৪ মে ২০২২, ১০:৫১ | আপডেট : ০৪ মে ২০২২, ১০:৫৫
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোস্তাক নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০৩ মে) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার ১২ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ অস্ত্রধারী রুবেলকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, সকালে ঈদের নামাজ শুরু হওয়ার আগে হঠাৎ গোলাবাড়ি এলাকার রুবেল ভূঁইয়া ঈদগাহ মাঠে গিয়ে প্রকাশ্যে মোস্তাক আহমেদের পায়ে গুলি করেন। এ সময় আতংকিত মুসল্লিরা ছোটাছুটি করতে থাকেন। মুসল্লিরা গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা বলেন, অপারেশন করে গুলি বের করা হয়েছে। এখন আহত মোস্তাক শংকামুক্ত।

পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, গুলির কারণে ঈদগাহ মাঠে এক ঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়।

মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, কয়েকদিন আগে রুবেল আমাকেও মারধর করেছে। তার নামে মামলা থাকার পরও তিনি জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে এর আগেই অস্ত্রধারী রুবেল পালিয়ে যায়। আগের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রুবেলকে আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পুলিশ,অস্ত্রধারী,ঈদ জামাত,গুলি,কুমিল্লা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close