• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

খুলনায় ঈদ জামাত যখন যেখানে

প্রকাশ:  ০২ মে ২০২২, ১৭:১১
খুলনা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশের মতো খুলনায় ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতর উদযাপনে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ এবং সকাল ৯টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় হবে।

এই জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ। সকাল ৯টায় এই মসজিদে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মো. জাকির হোসাইন।

ফেরিঘাট হযরত বেলাল (রা.) মসজিদে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদ জামাত হবে সকাল ৮টায়।

দৌলতপুর সরকারি বিএল কলেজ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, আঞ্জুমান ঈদগাহে সকাল ৮টায়, দেয়ানা উত্তরপাড়া ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, কৃষি কলেজ ঈদগাহে সকাল ৭টায়, ফায়ার সার্ভিস ঈদগাহে সকাল ৮টায়, মধ্যডাঙা নগর ঈদগাহে সকাল ৮টায়, মোল্লাপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, দেয়ানা দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮টায়, গোয়ালখালী সরকারি কবরখানায় সকাল সাড়ে ৭টায়, রশিদিয়া কওমি মাদ্রাসায় সকাল ৮টায় ও গোয়ালখালী জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।

এছাড়া খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের সহায়তায় এবং ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথক পৃথক ভাবে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/এনজে

ঈদ জামাত,উদযাপন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close