• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পথশিশুদের মুখে ঈদের হাসি

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২২, ১৯:৫৪
মৌলভীবাজার প্রতিনিধি

চলার পথে আমরা প্রায়ই এমন অনেক শিশুকে দেখতে পাই যাদের পড়ার টেবিল আর খেলার মাঠের পরিবর্তে ছুটতে হচ্ছে অর্থ উপার্জনের পেছনে। দুই বেলা খাবারের ব্যবস্থা করতে গিয়ে তাদের অনেকেরই কখনো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি।

সৌভাগ্য হয়নি একটা ভালো পোশাক পরার কিংবা পছন্দ অনুযায়ী খাবার খাওয়ার। সমাজের মানুষদের একটা বড় অংশ যখন নিজেদের নিয়ে ব্যস্ত তখন কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ঝুঁড়ি বোঝাই ঈদ উপহার দিলো কুলাউড়া উপজেলা প্রশাসন।

উপজেলা প্রকল্প অফিসার মোঃ শিমুল আলী জানান, শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে ৫০ জন পথশিশুকে ঝুঁড়ি বোঝাই ঈদ উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল চিনিগুড়া চাল, সেমাই, ময়দা, আনারস, মাল্টা, তরমুজ, চিনি, বিস্কুট, তেল, দুধ, ডাল, সুজিসহ ১৮টি উপহার। স্থানীয় কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত আলো পাঠশালার সকল শিশুরা পান এ ঈদ উপহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা সবসময় অবহেলিত থাকে। তাদের সেই কষ্টের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপহার প্রদান আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ঈদের মুহুূর্তে তাদের মুখে যেন হাসি ফোটে সেটাই চেষ্টা করেছি।

পূর্বপশ্চিমবিডি/এমকে /এনজে

পথশিশু,সুবিধাবঞ্চিত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close