• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রমিক সংঘের ভেতরে জুয়ার আসর

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ২২:১২
অনলাইন ডেস্ক

রাজশাহীতে শ্রমিক সংঘের কার্যালয় থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস জব্দ করা হয়। বুধবার (২৭ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে নগরীর সপুরা সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো: রুহুল আমিন (৫০), আজাদ আলী (৩৮), ইব্রাহীম মোল্লা (৩৮), রহিদুল ইসলাম সেলিম (৩৬), আকাশ (২১), শ্রী বাবু শিং (৪৩), মো: কামরুল হাসান (৩৫), রনি (২৮), সিয়াম মোল্লা (৩০), সোহেল আলম (৩৮), রুবেল (২৪) ও মহিদুল ইসলাম (২৩)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম বোয়ালিয়া মডেল থানার সপুরা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকার শ্রমিক সংঘের ভিতর হতে ১২ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

পূর্ব পশ্চিম/জেআর

জুয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close