• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ১১:৪২
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকালে পৌর-শহরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে সালমুউদ্দিন জাতরু (৮৩) নামে এক বৃদ্ধ আহত হন। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বৃদ্ধ জাতরুর ওই উপজেলার বিএন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা।

একই উপজেলার কাতিহার এলাকায় বুধবার রাতে উপজেলার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আহত হন জিসান রায় (১৬) নামে এক কিশোর। পরে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে পথেই তার মৃত্যু হয়। জিসান রায় কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে।

অন্যদিকে একই রাতে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামের আব্দুস সালামের ৭ বছরের মেয়ে রাস্তা পারাপারের সময় মাহেন্দ্র ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাহিদ ইকবাল বলেন, রাণীশংকৈল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। দুজনের দাফন সম্পন্ন হয়েছে। অপরজনেরও দাফনের প্রস্তুতি চলছে।

আরএইচ/এনএন

দুর্ঘটনা,ঠাকুরগাঁও

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close