• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুনামগঞ্জে ৩ বর্ডার হাট চালুর সিদ্ধান্ত

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১৩:০৬
সুনামগঞ্জ

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বন্ধ থাকা ডলুরা বর্ডার হাট এবং নতুন করে আরো দুটিসহ ৩টি বর্ডার হাট খুব শিগগির চালুর সিদ্ধান্ত হয়েছে।

দুই বছর করোনা মহামারির কারণে সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন জাহাংগীর নগর ইউনিয়নের ডলুরা বর্ডার হাট বন্ধ ছিল। এটি আগামী ২৬ এপ্রিল চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও নতুন করে দোয়ারাবাজার উপজেলার রিংকু বর্ডার হাট ১২ মে ও তাহিরপুর উপজেলার লাউড়ের গড় সাহিদাবাদ বর্ডার হাট ১৬ মে চালুর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার(১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা বর্ডার হাটে দুই দেশের বর্ডার হাট কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশের সুনামগঞ্জ প্রান্তের বর্ডার হাট কমিটির চেয়ারম্যান সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম ও ভারত প্রান্তের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ভারতীয় দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত নিরাজ কুমার জায়সওয়াল।

এ ছাড়াও জগন্নাথপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শুভাশিস ধর, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইবতিসাম প্রীতি, সুনামগঞ্জ ২৮ বিজিবির নারায়ন তলা বিওপির কমান্ডার সুবেদার মফিজুল ইসলাম, বাগান বাড়ি বিওপির কমান্ডার সুবেদার সাইদুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ এবং ভারতের দুজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিলেন।

নতুন এই দুটি বর্ডার হাট ও ডলুরা বর্ডার হাট আবারও চালু হলে দুই দেশের সীমান্ত এলাকার জনগণের খুব উপকারে আসবে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। সেইসঙ্গে সীমান্তের চোরাচালান ও অনেকটা কমবে।

পূর্বপশ্চিম/জেএ/এনএন

বর্ডার হাট,সুনামগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close