• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওষুধ ভেবে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২২, ১৩:৪৩ | আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩:৪৬
বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে পোকা মারার কীটনাশক পান করে হরেকৃষ্ণ ঘরামি (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হরেকৃষ্ণ ঘরামি ওই এলাকার মৃত হরিচরণ ঘরামির ছেলে।

স্বজনরা জানান, দুপুরে পরিবারের সবাই খেতে মুগ ডাল তুলছিলেন। এসময় হরেকৃষ্ণ ঘরামি বাড়িতে একা ভুলক্রমে ওষুধ ভেবে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে ফিরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, হরেকৃষ্ণ ঘরামির পরিবারের বক্তব্য মতে তিনি দীর্ঘদিন যাবত চোখের সমস্যা জনিত রোগে ভুগছিলেন। দুপুরে ভুলক্রমে তিনি ওষুধ ভেবে কীটনাশক পান করায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/আরএইচ/জেএস

বরগুনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close