• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সুলতান মাহমুদ

প্রকাশ:  ১১ এপ্রিল ২০২২, ১১:০৯
নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্যানেলভুক্ত জ্যেষ্ঠ সদস্য শেখ সুলতান মাহমুদ (বিপ্লব)।

রবিবার (১০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকীর স্বাক্ষরকরা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান জানান, গত ১৭ ফ্রেরুয়ারি একটি দুর্নীতির মামলায় যশোর স্পেশাল জেলা জজ আদালত জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এজন্সোযহরাব হোসেন বিশ্বাসকে গত ৩০ মার্চ স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে। পদটি শূন্য হওয়ায় জেলা পরিষদের সদস্য শেখ সুলতান মাহমুদ বিপ্লবকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সুলতান মাহমুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া-সংক্রান্ত জারি করা স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান অপসারিত হওয়ায় জেলা পরিষদের আইন অনুযায়ী অস্থায়ী চেয়ারম্যানের প্যানেল ভুক্ত জ্যেষ্ঠ সদস্য শেখ সুলতান মাহমুদকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হলো।

পূর্বপশ্চিম/এসআই/এনএন

নড়াইল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close