• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অন্ধকারে আলো জ্বালিয়ে সাদিয়ার পাশে বসুন্ধরা গ্রুপ

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২২, ১৫:৪৮
বরিশাল প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় দারিদ্রতাকে জয় করে রাজশাহী মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছে অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা। তবে মেডিক্যাল কলেজে ভর্তির চান্স পেয়েও লেখাপড়ার ব্যয়ভার বহনের দুঃশ্চিন্তায় সাদিয়া ও তার পিতা-মাতার মনে এতটুকু স্বস্তি ছিলনা। এমন সময়ে মানবতার হাত প্রসারিত করে অন্ধকারে আলো জ্বালিয়ে তাদের পাশে এসে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ।

শনিবার (৯ এপ্রিল) সকালে বসুন্ধরা গ্রুপের পক্ষে ইস্টওয়েষ্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও প্রখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন মুঠোফোনে সাদিয়া আফরিন হারিছা ও তার বাবা রিকশা শ্রমিক মিজানুর রহমান হাওলাদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দরিদ্র সাদিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গিকার জানান ইমদাদুল হক মিলন।

সাদিয়াসহ তার চার বোনের লেখাপড়া ও গোটা পরিবারের সার্বিক দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপ। ইতোমধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাদিয়ার পরিবারকে ইফতার সামগ্রীসহ একমাসের বাজার উপহার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাদিয়া বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ সহ গোটা উপজেলায় সেরা শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেছিল। এরপর সে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি এবং বরিশাল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ও সর্বশেষ রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়ে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখে।

পূর্বপশ্চিমবিডি/আরএস/জেএস

বরিশাল,বসুন্ধরা গ্রুপ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close