• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারি দল আটক

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২২, ১০:৪৫ | আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০:৫০
খুলনা প্রতিনিধি

সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকারকালে চক্রের মূল হোতাসহ ১২ জনকে আটক করেছে র‌্যাব ।

শুক্রবার (৮ এপ্রিল) গভীর রাতে মোংলার জাপসি নদীর গোলের খালে অভিযান পরিচালনা তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলো- মোঃ সাদ্দাম বৈদ্য (২৭), মোঃ শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মোঃ জাকির হোসেন (২৮), মোঃ খায়রুল মোড়ল (২৫), আঃ সালাম গাজী (৩৬), মোঃ বাচ্চু সানা(৩৫), মোঃ আবু সাইদ সরদার(৩০), মোঃ নাজমুল সরদার (২৮), মোঃ আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মোঃ সালাম সানা(৩০), সকলেই দাকোপ থানাধীন কালাবগী সুতারখালী এলাকার ও অপর আসামি ইকরামুল সরদার (৩১) রূপসা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভয় আশ্রম ঘোষিত বাগেরহটের মোংলার জাপসি নদী এলাকায় নিষিদ্ধ বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকারের খবরে শুক্রবার রাত ১টায় র‌্যাবের আভিযানিক দলটি জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান পরিচালনা করে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা দেখতে পান খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে এবং ভেসে থাকা মাছ গুলো কয়েকটি নৌকায় উঠানো হচ্ছে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে নৌকায় থাকা মৎস্য শিকারীরা নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয় বলেও জানিয়েছে র‌্যাব।

এ সময় আটককৃতদের কাছ থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকার কাজে ব্যবহৃত ৬ বোতল বিষ, ৪টি জাল, ৫ টি ইঞ্জিন বিহীন কাঠের নৌকা ও বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/জেএস

সুন্দরবন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close