• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাখির বাসা দেখতে গিয়ে মাটিচাপায় প্রাণ হারাল ৩ শিশু

প্রকাশ:  ২৬ মার্চ ২০২২, ১৭:২২ | আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৮:৪৭
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটি চাপায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ইসলাম নগর গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১২)। সে স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রসার ৬ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। একই গ্রামের আব্দুল করিমের ছেলে কবির হোসেন (৯) এবং তসিবুর রহমানের ছেলে সুমন আহমদ (১৩)।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকায় ছড়ার পাশে পাহাড়ের নিচ থেকে মাটি কেটে কে বা কারা গর্ত করে দিয়েছে। ওই স্থানে পাথির বাসা খুঁজতে গিয়ে মাটি চাপা পড়ে এ তিন শিশু।

এ বিষয়ে পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভিতরে ঘাগরাছড়া টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢুকা মাত্রই মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বদরুল হক বলেন, অন্য শিশুরা ওইখানে খেলতে গিয়ে মাটিচাপা একজনের হাত দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, আমরা শুনেছি মাটি চায়ায় ৩ শিশু নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

পূর্বপশ্চিম- এনই

মৌলভীবাজার,কুলাউরা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close