• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ:  ২৬ মার্চ ২০২২, ১০:৩৫
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৪২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন ।

শুক্রবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর -গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    নিহত জাহাঙ্গীর আলম উপজেলার গঙ্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহতরা হলেন উপজেলা হাকিমপুর গ্রামের কাদিম উদ্দিনের ছেলে হাসেম বাবু (৩৫), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. সৈকত (২৪)।

    স্থানীয় সাংবাদিক তামিম জানান, ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ৩ জন মিলে একই মোটরসাইকেলযোগে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে থেকে কাজ শেষে বিরামপুরে আসার সময় দিওড় বটতলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। অপর দুই মোটরসাইকেল আরোহীকে আহতাবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তাহাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে বিরামপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

    পূর্বপশ্চিম/এসএম/এনএন

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close