• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

পিস্তলসহ ২২ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ:  ২২ মার্চ ২০২২, ১৫:১৫ | আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫:২৫
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বিদেশি পিস্তলসহ ২২ মামলার আসামি মো. ব্রাজিলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে শহরের বকশিবাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে এবং ঐ এলাকার যুবদলের কর্মী।

গ্রেপ্তারের পর দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ সদর উপজেলার পালশা চৌকির পাড় এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। তার দেওয়া তথ্য মতে, পালশা চৌকির পাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি ইউকালিপ্টাস গাছের গোড়ায় মাটি খুঁড়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ব্রাজিল জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুইটি অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি মামলা, একটি মাদক মামলা, সন্ত্রাস বিরোধী আইনে দুইটি মামলা , বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা, চাঁদাবাজির মামলা ৬ টি এবং দুইটি এসিড নিক্ষেপ মামলা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সন্ত্রাসী ব্রাজিলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নির্মূলে সদর থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

গ্রেপ্তার,মামলা,আসামি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close