• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

নওগাঁ

বঙ্গবন্ধুর জন্মদিনের উৎসব শেষে ফেরার পথে ছাত্রীদের উত্ত্যক্ত, শ্রীঘরে ২

প্রকাশ:  ১৮ মার্চ ২০২২, ১৩:০৪
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মদিনের উৎসব শেষে ফেরার পথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে শান্ত ইসলাম (২২) ও খট্টেশ্বর গ্রামের জিল্লুর রহমানের ছেলে এরশাদ সরদার (১৯)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু দিবসের র‌্যালি শেষে উপজেলা গোল চত্বর থেকে ভ্যানে কয়েকজন ছাত্রী স্কুলে ফিরে যাচ্ছিল। এ সময় ছাত্রীরা ভ্যানে ওঠার পর থেকেই তাদের পিছু নেয় এবং ছাত্রীদের বিভিন্নভাবে উক্ত্যক্ত করতে শুরু করে শান্ত ও এরশাদ। এমতাবস্থায় উপজেলার ত্রিমোহনী এলাকায় স্কুলছাত্রীরা পৌঁছলে দুই বখাটে আবার ছাত্রীদের উক্ত্যক্ত করে। এ সময় ওই ছাত্রীদের পক্ষে স্কুলের শিক্ষক প্রতিবাদ করলে তারা দুজন শিক্ষককে মারধর শুরু করে। পরে শিক্ষক ও স্থানীয়রা মিলে দুই বখাটেকে আটক করে পুলিশে দেয়।

ওসি আরও জানান, পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শান্ত ও এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিম/এআর/এনএন

উত্ত্যক্ত,বঙ্গবন্ধু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close