• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীমঙ্গলে ভোজ্যতেল মজুতের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ১০ মার্চ ২০২২, ১০:৪৩ | আপডেট : ১০ মার্চ ২০২২, ১০:৪৮
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল রাখতে ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে মজুত করে রাখা তেলের সন্ধান পেয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে লাইসেন্সবিহীন অতিরিক্ত ভোজ্যতেল মজুত রাখায় শহরের পুরান বাজার এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের মেসার্স রিপন ট্রেডার্সকে ১ লক্ষ ও পাপন স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিমের সহায়তায় অভিযানের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কদর আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

পূর্বপশ্চিম/এমসি/এনএন

শ্রীমঙ্গল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close