• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সিলেট বিভাগে প্রথম ‘কইন্যা-নারীর হাট’, বসবে সপ্তাহে দুইদিন

প্রকাশ:  ০৯ মার্চ ২০২২, ১৫:৪৯
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে ‘কইন্যা-নারীর হাট’

মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে ‘কইন্যা-নারীর হাট’। সপ্তাহে দুইদিন নারী উদ্যোক্তারা তাদের নিজের হাতে বানানো পণ্য নিয়ে বসবেন এ হাটে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সিলেট বিভাগে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায়, মৌলভীবাজার লেডিস ক্লাব ও উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর বেলা সদর উপজেলার দাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘কইন্যা-নারীর হাট’র উদ্বোধন করা হয়।

সম্পর্কিত খবর

    ‘কইন্যা-নারীর’ হাটের উদ্বোধন করেন মৌলভীবাজার লেডিস ক্লাব সভাপতি কবিতা ইয়াসমীন। উপজেলা নির্বাাহী অফিসার (ইউএনও) সাবরীনা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে লেডিস ক্লাবের সদস্য ও বিভিন্ন উদ্যোক্তা নারীরা উপস্থিত ছিলেন।

    পূর্বপশ্চিমবিডি/এমএমসি/জেএস

    কইন্যা-নারীর হাট

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close