• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গলাচিপায় ভাঙনের কবলে চরমহিউদ্দিন ও চরবাংলা

প্রকাশ:  ০৯ মার্চ ২০২২, ১৫:৪৭
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীর ভাঙনের কবলে চরবিশ্বাস ইউনিয়নের চরমহিউদ্দিন ও চরবাংলা। চরমহিউদ্দিন গ্রামের বেড়িবাঁধের সন্নিকটে নদী ভাঙন ও চরবাংলা গ্রামে কোনো বেড়িবাঁধ না থাকায় সরাসরি নদীর জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।

চরমহিউদ্দিন গ্রামের পাশ দিয়ে বহমান তেঁতুলিয়া নদীর চারপাশ ঘেরা প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের হুমকিতে রয়েছে। বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে নদী ভাঙন আরো প্রকট আকার ধারণ করবে আশঙ্কা স্থানীয়দের। এ ছাড়া চরবাংলা গ্রাম সম্পূর্ণ অরক্ষিত রয়েছে।

প্রায় তিন দশক ধরে ওই দুই গ্রামের পাশ দিয়ে বহমান তেঁতুলিয়া নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন ক্রমেই তীব্রতর হচ্ছে। এতে চরমহিউদ্দিন ও চরবাংলা গ্রামের জনজীবন, ঘরবাড়ি ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সরেজমিনে এসব চিত্র দেখা গেছে।

চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ‘জানমাল রক্ষার জন্য নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। তেঁতুলিয়া নদী ভাঙনের কারণে চরমহিউদ্দিন গ্রামের বেড়িবাঁধ আজ হুমকির মুখে এবং চর বাংলা গ্রামের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় ওই গ্রামে বসবাসরত মানুষ প্রতিবছর বসতভিটাসহ ফসলি জমি হারাচ্ছেন। তাই চরবাংলায় বেড়িবাঁধ ও চরমহিউদ্দিন গ্রামের বেড়িবাঁধ সংস্কার জরুরি।

এ ব্যাপারে চরবিশ্বাস ইউপির চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন বলেন, ‘চরমহিউদ্দিন ও চরবাংলা গ্রামের বসবাসরত মানুষজন ও কৃষি ফসল রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অতি জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘চরবিশ্বাস ইউনিয়নের চরমহিউদ্দিন ও চরবাংলা গ্রাম দুটির বিষয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বপশ্চিম/এনইউ/এনএন

গলাচিপা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close