• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

লাল-সবুজ নৌকার জোয়ার সোহরাওয়ার্দী উদ্যানে

প্রকাশ:  ০৭ মার্চ ২০২২, ২০:৩৩
নিজস্ব প্রতিবেদক

৭ই মার্চ উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সরোবরে দেখা গেল লাল-সবুজ নৌকার জোয়ার। মুক্তিযুদ্ধে শহীদ এবং বঙ্গবন্ধুসহ যারা দেশের জন্য আত্মদান করেছেন তাদের জন্য হাজার নদী ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে শতাধিক কাগজের নৌকা ভাসিয়েছে নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ।

সোমবার (৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ কর্মসূচি পালন করা হয়। নৌকা ভাসিয়ে ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনতে আসা সব শ্রোতাকে স্মরণ করা হয়েছে। কর্মসূচি থেকে সোহরাওয়ার্দী উদ্যানকে ‘স্বাধীনতা উদ্যান’ ঘোষণার দাবি জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, যে উদ্যান থেকে স্বাধীনতার ডাক এসেছে, সেই উদ্যানেই পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে। এমন মাঠ বিশ্বের আর কোথাও নেই। লাখ লাখ মানুষের উপস্থিতি এই মাঠে তাই স্বাধীনতার কথা স্বরণ করতে এটিকে স্বাধীনতা উদ্যান ঘোষণার দাবি যোক্তিক।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোঙরের কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলে সাধন, আলী শান্ত, আমিনুল হক চৌধুরী, বাহারুল ইসলাম টিটু প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

সোহরাওয়ার্দী উদ্যান,নোঙর বাংলাদেশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close