• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খুলনায় জাল টাকাসহ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশ:  ০৩ মার্চ ২০২২, ১৯:৫৭
খুলনা প্রতিনিধি

খুলনায় র‌্যাবের অভিযানে ১০ লক্ষ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনাডাঙ্গা থানাধীন পুষ্প রেস্ট হাউজ এলাকায় বুধবার অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট কচুয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. সালাউদ্দিন শেখ (২৪) ও একই এলাকার মৃত নেছারউদ্দিন শেখের ছেলে মো. একরাম শেখ (৫২)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎজাল টাকা তৈরি করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এরপর আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ২ মার্চ সোনাডাঙ্গার পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরি চক্রের মূলহোতা মো. সালাউদ্দিন শেখ ও মো. একরাম শেখকে ১০ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়৷

জব্দকৃত আলামত ও আসামিদেরকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

-পূর্বপশ্চিম/এসএন/এনএন

খুলনা,জাল,টাকা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close