• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মাদ্রাসার টয়লেটের ছাদে লুকানো ছিল বইগুলো

প্রকাশ:  ০২ মার্চ ২০২২, ১৭:৪২
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় একটি মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে বিপুল সংখ্যক সরকারি নতুন পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে মহাদেবপুরের বিনোদপুর দাখিল মাদ্রাসার টয়েলেটের ছাদ থেকে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণির ১০৬ সেট নতুন বই উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অফিস সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি বইগুলো বিক্রির উদ্দেশ্যে মাদ্রাসার টয়লেটের ছাদে লুকিয়ে রেখেছিল। এমন তথ্য পাওয়ার পর বিষয়টি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাৎক্ষণিকভাবে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন।

এরপর মাদ্রাসার শিক্ষক ও আশপাশের লোকজনের সামনেই টয়লেটের ছাদ থেকে মজুদ রাখা বইগুলো উদ্ধার করেন শিক্ষা অফিসার।

শিক্ষা অফিস থেকে বই গ্রহণ করলেও মাদ্রাসার সুপার কোনো শিক্ষার্থীর নামে হাজিরা খাতা দেখাতে পারেননি। এছাড়া প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯জন শিক্ষার্থীকে বই বিতরণ এর কথা বললেও কাগজ কলমে সত্যতা পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম বলেন, মাদ্রাসার সুপার ও সহ সুপারের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক অসৎ উদ্দেশ্যে সংগ্রহ ও মাদ্রাসার টয়লেটের ছাদে রাখার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বপশ্চিম/এনজে/এসকে

লুকানো,এন এস আই,বই,মাদ্রাসা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close