• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

রাতে চোরে নিল ৫টি, সকালে পুলিশ ফেরত দিল ৪টি

প্রকাশ:  ০২ মার্চ ২০২২, ১১:৪৫
বরগুনা প্রতিনিধি

বরগুনায় গভীর রাতে একই বাড়ির চুরি হওয়ার ৫টি গরুর ৪টি গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) আমতলী পৌরশহরের শিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিকদার বাড়ি এলাকার বাসিন্দা হোসেন শিকদার কৃষি কাজের পাশাপাশি গরু পালন করতেন।

সম্পর্কিত খবর

    হোসেন শিকদার দাবি করেন, সোমবার সন্ধ্যায় তার পালিত ৫টি গরু গোয়াল ঘরে রেখে ঘুমোতে যান তিনি। গভীর রাতে গোয়াল ঘরের তালা ও শিকল ভেঙে ৫টি গরু চুরি হয়। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

    তিনি জানান, মঙ্গলবার খুব সকালে গরু চুরির ঘটনা আমতলী থানা পুলিশকে জানন তিনি। পুলিশ সকাল ১০টায় আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী এলাকায় নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি গরু উদ্ধার করে তাকে খবর দেয়।

    স্থানীয়রা জানায়, হঠাৎ করে রাতে ওই গরুগুলো চুরি হয়ে যাওয়ায় পরিবারটি একদম নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছিল।

    স্থানীয় গ্রাম পুলিশ জুয়েল গাজী বলেন, স্থানীয়রা নদীর চরে গরুগুলো দেখে খবর দেয়। আমি গিয়ে গরু ৪টি উদ্ধার করে থানায় জানাই। পুলিশ গরুর মালিককে সাথে নিয়ে উদ্ধার হওয়া ওই ৪টি গরু শনাক্ত করে। পরে মালিকের জিম্মায় গরুগুলো দেওয়া হয়। তবে একটি বাছুরের সন্ধান এখনো পাওয়া যায়নি।

    স্থানীয় কাউন্সিলর মো. হাবিবুর রহমান মীর বলেন, আমতলীতে চোরের উৎপাত বেড়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে ধরার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, চোরদের শনাক্ত করে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে।

    -আরএইচ/এনএন

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close