• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত যান কন্ধ থাকায় যানজট কমেছে

প্রকাশ:  ০২ মার্চ ২০২২, ১০:১৫
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত টমটম, অটোরিকশা ও মিশুক বন্ধ করে দেওয়ায় শহরের ভেতরে যানজট কমে এসেছে।

মঙ্গলবার (১ মার্চ) সকালে শহরের স্টেশন রোড. কলেজ রোড, মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রোডে ঘুরে যাজটমুক্ত শহরের চিত্র চোখে পড়ে। তবে টমটম ও রিকশা না থাকায় অনেকটা বিপাকে পড়েছেন মানুষ। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। যানজট নিরসনে ২৮ মার্চ শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে শহরকে যানজটমুক্ত করতে শহরের ভিতরে ব্যাটারিচালিত অটোরিকশা, টমটম ও মিশুক চলাচল বন্ধ রাখতে চালক-মালিকদের নিয়ে স্থানীয় ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে এক সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রসিদ তালুকদারের আয়োজনে সভায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুদু মিয়া, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালামসহ অনান্য কাউন্সিলার ও মহিলা কাউন্সিলারবৃন্দ, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ট্রাফিক বিভাগ মৌলভীবাজার এর টিআই মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপংকর ভট্টাচার্য্য লিটন, শ্রীমঙ্গলের টিআই তপন তালুকদার, শ্রীমঙ্গল অটো চালক সমিতির নেতৃবৃন্দ ও মালিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভায় শহরকে যাজটমুক্ত রাখতে ১ মার্চ থেকে এসব অবৈধ ব্যাটারিটালিত যান শহরের ভিতরে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১ মার্চ শহরের ভিতরেব্যাটারি চালিত টমটম, অটোরিকশা ও শিশুক চলাচল বন্ধ থাকে। এসব ব্যাটারিচালিত যান বন্ধ থাকায় পর্যটন নগরী শ্রীমঙ্গলের কোনো সড়কে যানজটের চিত্র দেখা যায়নি।

    শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, এসব অবৈধ রিকসার কারণে শহরে যানজট প্রকট আকার ধারণ করেছিল। তাই সকলের সম্মিলিত অলোচনার মাধ্যমে শহরের ভিতরে এসব অবৈধ যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ এসব যানবাহন বিক্রেতাদের বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যারা আইন মানবে না, তাদের দোকান সিলগালা করে দেওয়া হবে। সকলের সাথে আলোচনা করে শহরের বাহিরে সীমিত আকারে কিছু টমটম চালানোর অনুমতি দেওয়া যেতে পারে।

    -এমসি/এনএন

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close