• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীমঙ্গলে দোকানের ভেতর থেকে দাড়াঁশ সাপ উদ্ধার

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০১ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৫
মৌলভীবাজার প্রতিনিধি
উদ্ধারকৃত দাড়াঁশ সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকানের ভেতর থেকে একটি দাড়াঁশ সাপ উদ্ধার করেছে স্থানীয় ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে শহরতলীর হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকার ফাতেমা অটো পার্সের দোকান থেকে দাড়াঁশ সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

দোকানের মালিক মিফতা জানান, গত শুক্রবার তার দোকানে সাপটি দেখতে পান। পরে দোকানের ভেতর অনেক স্থানে খোঁজা-খুজিঁ করে সাপটিকে না পেয়ে আতঙ্কের মধ্যেই শনিবার পর্যন্ত দোকানে ব্যবসা পরিচালনা করেন। আজ সকালে দোকান খোলে বসেন। দুপুরের দিকে হঠাত সাপটি দেখতে পেয়ে তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানান। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘন্টাব্যাপী চেষ্ট চালিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সজল দেব জানান, দোকানে সাপ থাকার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন। উদ্ধার করা সাপটি ৬ থেকে ৭ফুট লম্বা। উদ্ধার করা দাড়াঁশ সাপটি বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানান স্বপন দেব সজল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

মৌলভীবাজার,বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close