• সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ দোকান পুড়ে ছাই

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার কুটি ইউনিয়নের কুটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কসবা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ জানান, রাত সাড়ে ১০টায় তারা অগ্নিকাণ্ডের খবর পাই। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় কসবার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট করে জানা যায়নি। চালের গুদাম, লাইব্রেরি ও তেলের মিলসহ বিভিন্ন পণ্যের ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close