• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দিন-দুপুরে হরিলুট নদী খননের মাটি

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৪
ঠাকুরগাঁও প্রতিনিধি

নিয়ম নীতি তোয়াক্কা না করে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অবৈধভাবে সুক নদী খননের মাটি ও নদীতে জেগে ওঠা চরের বিভিন্ন স্থান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। যার ফলে নদীর পাড় নিচু হয়ে বর্ষা মৌসুমে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জানাযায়, পানি উন্নয়ন বোর্ড থেকে ২০১৯-২০ অর্থবছরে সদর উপজেলার রুহিয়া থেকে মধুপুর পর্যন্ত মাস দু’য়েক আগে নদীর খনন কাজ শেষ হয়। নদী খননের সময় মাটি নদীর দুই পাড়ে স্তুব করে রাখা হয় এবং নদীর দুই পাড় যাতে ভেঙে না যায় সে জন্য লাগানো হয়েছে গাছ। কিন্তু পাউবোর নজরদারির অভাবে স্থানীয় প্রভাবশালীরা মাটি কেটে নিয়ে যাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নদীর পাড়ের মাটি কেটে নিয়ে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। যাদের দেখার তারা যদি না দেখে এলাকাবাসী কি করবে? নদীর দুই পাড়ের মাটি যে যার মতো কেটে নিয়ে যাচ্ছে। রাস্তার তুলনায় নদীর বাঁধ নিচু হয়ে গেছে। নদীতে পানি আসলে এলাকা প্লাবিত হওয়ার সম্ভবনা আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই অনুমতি ছাড়াই এমন কাজ করা সম্ভব বলে মনে করে স্থানীয়রা।

নদীর মাটি কাটার বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম।

বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো: সামসুজ্জামান।

পর্বপশ্চিমবিডি/জেএস

ঠাকুরগাঁও

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close