• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

পাইকগাছায় খাল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৭
পাইকগাছা প্রতিনিধি

খুলনায় পাইকগাছার কপিলমুনির খাল থেকে করিমন্নেছা বেগম নামে সত্তরোর্ধ্ব এক মহিলার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত করিমন্নেছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের মৃত জরিপ গাজীর স্ত্রী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা মাইটখালী খালে বস্তাবন্দি অবস্থায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা নং-৪, তাং-১৭/০২/২২।

নিহতের পারিবারিক জানায়, গত ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে করিমন্নেছা নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ঐখালে ফেলে যেতে পারে। তবে কি কারণে, কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে কাজীমুছা গ্রামের জনৈক আবু বক্কার শেখ খালে মাছ ধরতে এসে বস্তাবন্দি ভাসমান লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের সংবাদ দেয়। পরে থানা পুলিশ ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারকে জানানো হয়। পরে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

এর আগে উপস্থিত সকলের সামনে বস্তাবন্দি অবস্থায় ভাসমান লাশ দেখে হাশেম আলী গাজী (৫২) লাশটি তার মায়ের বলে শনাক্ত করেন। তবে থানা পুলিশসহ উপস্থিতরা লাশ বস্তামুক্ত করার আগেই তা শণাক্তকরণের বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। যদিও লাশের শরীরে পেঁচানো শাড়ীর অংশবিশেষ দেখে লাশটি শনাক্ত করেন বলে দাবি করেন হাশেম।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, করিমন্নেছা মস্তিষ্ক বিকৃত ছিল। শীতের মধ্যে সে বস্তা গায় দিয়েই ঘুরে বেড়াতো। ধারণা করা হচ্ছে, শীতের মধ্যে যে কোনদিন রাতে বস্তাসহ খালে পড়ে গিয়ে থাকতে পারে।

নিহতের ছেলেসহ পরিবারের সকলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোন তথ্য দিতে পারেনি বলে দাবি করেন ইনচার্জ জিয়াউর রহমান।

পূর্বপশ্চিমবিডি/জেএস

পাইকগাছা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close