• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে কনস্টেবল

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২২, ১৮:৫০
শেরপুর প্রতিনিধি

শেরপুরে স্ত্রীর কাছে যৌতুক দাবির অভিযোগে করা মামলায় মো. শাহাদাত হোসেন লাবন (২৪) নামে পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল।

লাবন জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে কনস্টেবল মো. শাহাদাত হোসেন লাবন বিয়ে করেন। কিন্তু দাম্পত্য জীবনের কিছুদিন না যেতেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন লাবন। এক পর্যায়ে ২০২১ সালের ১৫ আগস্ট শ্বশুরবাড়ি গিয়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি।

এ ঘটনার পর একই বছরের ১৩ অক্টোবর শেরপুর আদালতে যৌতুক নিরোধ আইনে শাহাদাত হোসেনকে আসামি করে একটি নালিশি মামলা করেন স্ত্রী। ওই মামলায় জামিনে যাওয়ার পর মারধর করায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লাবনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন স্ত্রী।

পূর্বপশ্চিমবিডি/জিএস

স্ত্রীর যৌতুক মামলা,কনস্টেবল,শেরপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close