• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২২, ২০:০১ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:৪১
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইলের পোশাক কারখানার সংঘঠিত অগ্নিকাণ্ড ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশেপাশের পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের অন্তত ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় প্রতিষ্ঠানটিতে শুধু ২০ জন নিরাপত্তা রক্ষী নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন। তারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।

এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে অপর অংশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

পূর্বপশ্চিম-এনই

পোশাক কারখানার আগুন,নারায়ণগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close