• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা নিহত-১

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৩৬
বেনাপোল প্রতিনিধি

যশোরে শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় রিপন হোসেন (৩০) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (২৮ শে জানুয়ারি) সকাল ৮টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন ঝিকরগাছা উপজেলার স্বরণপুর গ্রামের সাবেক মেম্বার আমিনুর রহমানের ছেলে। রিপন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির একজন সদস্য। নিউ সোনার বাংলা ট্রান্সপোট এর মালিক ছিলেন তিনি।

আহতরা হলেন, ঝিকরগাছার মোবারকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান আশা (৩৫), একই উপজেলার কানারালি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও পথচারী শার্শা উপজেলার সামটা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)। তারা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জানা গেছে, প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে চালক একটি ট্রাককে পাশ কাটাতে গেলে এক পথচারী সামনে এসে পড়ে। এ সময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চারজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই রিপন মারা যায়।

এ বিষয়ে নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, সকালে শার্শার জামতলা নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই রিপন নামে এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।


পূর্বপশ্চিম/এএন

যশোর,নিহত,আহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close