• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

নারায়ণগঞ্জে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় মেম্বারের ভাইকে ছুরিকাঘাত

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ২০:৫০ | আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২১:০২
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় মেম্বারের ছোটভাইকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হন আবুল কালাম (৪৭)।

এ প্রসঙ্গে ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া বলেন, এলাকায় ড্রেনেজ লাইন সংস্কার ও পরিষ্কার করার নামে স্থানীয় আবুল বাশার তার দুই ছেলে লোকমান ও জাকির হোসেন, বেলায়েত, কাজী বাশার, রফিক, কামাল, মজনুসহ কিছু লোক বাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা উত্তোলন করে তবে কাজের কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরো বলেন, এ ঘটনা জানার পর আমি তাদের সাথে বসি এবং স্থানীয় চেয়ারম্যানের সাথে আলোচনা করে কাজ করার আহ্বান জানাই। এর পরবর্তীতে তারা আমাদের বিরোধিতা করে প্রাণনাশের হুমকি দিলে আমার ছোটভাই আবু কালাম থানায় গিয়ে সাধারন ডায়রি করে। জিডি করে আসার পথে তাদের উপর হামলা করে অভিযুক্তরা।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার ওসি তরিকুল ইসলাম (তদন্ত) পূর্বপশ্চিমবিডি নিউজকে বলেন, এ ঘটনায় যদি তারা থানায় অভিযোগ দায়ের করেন তাহলে মামলা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

নারায়ণগঞ্জ,চাঁদাবাজি,দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close