• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

বাসের ধাক্কায় ভ্যানচালক গুরুত্বর আহত, বাসসহ চালক আটক

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ১৯:০৮
মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় হানেফ আলী নামে এক ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ বাসসহ চালককে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩ টায় মনিরামপুর-কেশবপুর সড়কের বিজয়রামপুর খইতলা এলাকায় ঘটনাটি ঘটে।

আহত ভ্যান চালক উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত এয়াকুব্বার খাঁর ছেলে। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় দায়ি বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৩৭৬৮) চালকের নাম শরিফুল ইসলাম। সে উপজেলার দেবিদাসপুর গ্রামের বাসিন্দা।

মনিরামপুর থানার ডিউটি অফিসার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সোহেল রানা পারভেজ বলেন, বাসটি যাত্রী নিয়ে চুকনগর থেকে যশোরে যাচ্ছিল। পথিমধ্যে বিজয়রামপুর খইতলা এলাকায় আসলে সামনের একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয় চালক। এতে পড়ে গিয়ে গুরুত্বর আঘাত পান ভ্যানচালক হানেফ আলী।

সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ চালকসহ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে।

মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জিসান আহমেদের বরাত দিয়ে ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন, আহত ভ্যান চালক মাথায় আঘাত পেয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের চালক ও বাসটি আমাদের হেফাজতে আছে।

পূর্বপশ্চিমবিডি/জিএস

বাসের ধাক্কা,মনিরামপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close