• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীমঙ্গলে চার কৃষকের বীজতলা ঝলসে দিয়েছে দুস্কৃতিকারীরা

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ১৮:২৯ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:৪৪
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে সদর ইউনিয়নে রাতের আধাঁরে ঔষুধ প্রয়োগ করে কৃষকদের বীজতলার প্রায় ১৮ একর জমির ধানের চারা ঝলসে দেয় দুস্কৃতিকারীরা।

বুধবার (১২ জানুয়ারি) রাতে ইউনিয়নের ইছুবপুর গ্রামে চার কৃষকের ফলানো ধানের চারার জমিতে এ ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    সকালে কৃষকরা তাদের জমিতে গিয়ে দেখতে পান চারাগুলো ঝলসে গেছে। গ্রামের কৃষক প্রশান্ত দেব, জগাই বাদ্যকর, কনা বাদ্যকর ও খাইছড়া বাগানের সাধন শুল্ক বৈদ্য এ মৌসুমের বুরো চাষের জন্য ধানের বীজ রোপণ করেন।

    খবর পেয়ে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্থ কৃষকদের বীজতলা পরিদর্শন করেন।

    কৃষি কর্মকর্তা বলেন, ক্ষদিগ্রস্থ কৃষকদের ব্যাপারে উপজেলা কৃষি অফিসারকে অবহিত করবো। কৃষি অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহজাহান মিয়া বলেন, এই দরিদ্র কৃষকদের চারাগুলো পুড়িয়ে দিয়ে যারা তাদের ক্ষতি করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

    মহিলা মেম্বার মালেকা বেগম ক্ষতিগ্রস্থ বীজতলা পরিদর্শন করে বলেন, পাশের বীজতলার চারাগুলো অক্ষত রেখে শুধু দরিদ্র ৪ সংখ্যালঘু কৃষকের চারাগুলো ঝলসে দিয়েছে এটা রহস্যজনক। মূল দুস্কৃতিকারীদের খুঁজে বের করতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।


    পূর্বপশ্চিম/এএন

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close