• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সিলেটে লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৭
সিলেট প্রতিনিধি

সিলেটে লেগুনার মালিক ও চালক-শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধোপাদিঘিরপাড় সংলগ্ন ওসমানী শিশু উদ্যানের সামনের স্ট্যান্ড দখল নিয়ে লেগুনাচালক ও শ্রমিক-মালিকদের মধ্যে দুপুর থেকে উত্তেজনা দেখা দেয়। পরে ২টার দিকে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ১০ আহত হন। এ সময় দুটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়। খবর পে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখ বলেন, স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, সংঘর্ষের পর ওসমানী শিশু উদ্যানের সামনে অবৈধ লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ করেছে পুলিশ। তকে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি।


পূর্বপশ্চিমবিডি/জিএস

সিলেট,সংঘর্ষ,আহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close