• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ফুলবাড়ীতে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২২, ১৭:০১
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: আশ্রাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার রীতা মন্ডল, উপজেলা ডেভলপমেন্ট ফাসেলিটেট কর্মকর্তার মো: আখতার আহসান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষকসহ মোট ৬০জন অংশগ্রহণ করেন।


পূর্বপশ্চিমবিডি/জিএস

ফুলবাড়ী,প্রশিক্ষণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close