• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গৌরীপুরে কলরবের শিল্পীদের ইসলামী সংগীত পরিবেশন

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২২, ১৬:২৭
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে দেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পীগণ ইসলামী সংগীত পরিবেশন করেছেন।

শনিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া ছিদ্দিকীয় নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় ৫ম বার্ষিক ইসলামী মহা-সম্মেলনের ১ম দিনে এ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

ইলিয়াস হাসানের সঞ্চালনায় এতে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরবের শিল্পী বদরুজ্জামান, ওমর আব্দুল্লাহ, ইমরানুল ফারহান, আবির হাসান, সালমান সাদী, তাহসীনুল ইসলাম, আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব, নাসরুল্লাহ ইরফান, জাহিদুল ইসলাম শাওন। এর আগে ইসলামী আলোচনা পেশ করেন রাজধানীর খিলগাঁও জামে মসজিদের খতিব বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক।

এ ইসলামী মহা-সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন মাদ্রাসার মহা পরিচালক মোঃ গোলাম সামদানী খান সুমন। এতে স্থানীয় ইসলামী ধর্মপ্রাণ মুসলমানগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রোববার এ ইসলামী সম্মেলনে তানযীমুল উম্মার সমন্বয়ক মোঃ আব্দুল কদ্দুছ মাখনের উপস্থাপনায় বাদ মাগরিব থেকে রাত ৮টা পর্যন্ত মনোজ্ঞ ইসলামী সংগীত সন্ধ্যা। রাত সাড়ে ৮টায় ইসলামী আলোচনায় বয়ান পেশ করবেন গাজীপুর কোনাবাড়ী বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইউসুফ সাইফি, হাফেজ মাওলানা মুফতি মাছরুরুল হক প্রমুখ।

মাহফিল পরিচালনায় থাকবেন মাদ্রাসার পরিচালক মোঃ আল আমিন, শিক্ষক হাফেজ মাওলানা মুফতি রহুল আমিন ও হাফেজ আজিজুল হক।


পূর্বপশ্চিমবিডি/জিএস

গৌরীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close