• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবার আমি জনগণের সঙ্গে বেইমানি করবো না: তৈমূর

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০২২, ১৭:০৭
নারায়নগঞ্জ প্রতিনিধি

‘আমি জনগণের ক্যান্ডিডেট। আমি জনগণের দাবিতে প্রার্থী হয়েছি। ২০১১ সালে দলের সিদ্ধান্তে বসে যাই। ২০১৬ সালে দল নমিনেশন দেওয়ার পরও নির্বাচনে যাইনি। এবার আমি জনগণের সঙ্গে বেইমানি করবো না।’

শনিবার (১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করতে অভ্যস্ত নয়। তারা প্রার্থীকে দেখেন, প্রতীক নয়।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী বলেন, নগরবাসী এখন ঐক্যবদ্ধ হয়েছে, তারা পরিবর্তন চান। আগামী ১৬ জানুয়ারি আপনারা এর ফলাফল দেখবেন। আমি জনগণের পালস বুঝি এবং জনগণের কোন জিনিস আগে দরকার সেটা বুঝে কাজ করবো।

তিনি বলেন, (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) কোনো উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। কোনো পার্ক কোনো প্রজেক্ট শেষ হচ্ছে না। প্রতি বছরই বাজেট বাড়ছে। সিটি করপোরেশন কয়েকজন ঠিকাদারের করপোরেট সিন্ডিকেটে পরিণত হয়েছে। এই করপোরেট সিন্ডিকেট থেকে মানুষ মুক্তি পাক।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

নারায়নগঞ্জ,তৈমূর আলম খন্দকার,বেইমানি,জনগণ,স্বতন্ত্র,মেয়রপ্রার্থী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close