• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আইসিসি ম্যাচ রেফারি রামান মারা গেছেন

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৪, ২০:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

সাবেক ইংলিশ ওপেনার ও আইসিসি ম্যাচ রেফারি রামান সুব্বা রো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মৃত্যুর আগে তিনি ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ টেস্ট ক্রিকেটার।

এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে আইসিসি।

১৯৫৮ সালে টেস্ট অভিষেক হয় রামানের। তিন বছরের ক্যারিয়ারে ১৩টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরি করেছিলেন। ১৯৬১ সালে ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

অবসরের পর তিনি সারে এবং দ্য ওভালের বাণিজ্যিক দিক বিকাশের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। টেস্ট অ্যান্ড কাউন্টি ক্রিকেট বোর্ড (টিসিসিবি) প্রতিষ্ঠা সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন রামান। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিসিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে, ১৯৮১-১৯৮২ সালে ইংল্যান্ডের ভারত ও শ্রীলঙ্কা সফরের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় তার। ২০০১ সাল পর্যন্ত নয় বছরের ক্যারিয়ারে ৪১টি টেস্ট ও ১১৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন।

রামানের মৃত্যুতে আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খান বলেন, ‘‘রামানের মৃত্যুর কথা শুনে আমি ব্যথিত এবং আইসিসির সকলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’’

‘‘রামান তার যুগের একজন সম্মানিত ক্রিকেটার ছিলেন, যিনি টেস্ট অ্যান্ড কাউন্টি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। তিনি ছিলেন প্রথম দিকের আইসিসি ম্যাচ রেফারিদের একজন, বিশ্বের বিভিন্ন স্থানে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করতেন।’’

আইসিসির ম্যাচ রেফারি হিসেবে ১৯৯২ থেকে ২০০১ সাল পর্যন্ত ৪১টি টেস্ট ও ১১৯টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন রামান।

মৃত্যু,খেলা,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close