• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডিপিএলে জ্বলে উঠছেন রিশাদ

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৪, ২২:২২
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নেমে ৫ উইকেট শিকার করেছেন রিশাদ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্সের ইনিংস ২২২ রানে আটকে দিতে ৪৯ রানে রিশাদ পান ৫ উইকেট।

সাদা বলের ক্রিকেটে এটি রিশাদের প্রথম পাঁচ উইকেট। ব্যাট হাতেও এদিন মেলে ধরার সুযোগ ছিলো রিশাদের। তবে তিনে নেমে ৩১ বলে ৯ করে আউট হন এই ডানহাতি।

ডিপিএলে শুরুতে আবাহনী লিমিটেডের স্কোয়াডে ছিলেন রিশাদ। কিন্তু ম্যাচ খেলার সুযোগ করে দিতে আবাহনী তাকে ধারে ছেড়ে দেয় শাইনপুকুরের কাছে। ক্লাবটির হয়ে নেমেও আলো ছড়াচ্ছেন এই লেগ স্পিনার।

ব্রাদার্সের বিপক্ষে বোলিংয়ে আলো ছড়ালেও রিশাদের দল শাইনপুকুর জিততে পারেনি। ব্রাদার্স জিতেছে ২৬ রানে। ২২২ রানের জবাবে শাইনপুকুরের ইনিংস গুটিয়ে যায় ১৯৬ রানে। ব্যক্তিগত ৯৫ রান করার সুবাদে ব্রাদার্সের আব্দুল মজিদ ম্যাচসেরা নির্বাচিত হন।

শাইনপুকুরের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচে নয় উইকেট শিকার করেছেন এই লেগ-স্পিনার।

২১ বছর বয়সী এ পর্যন্ত মাত্র নয়টি ক্যাটাগরি-এ ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনটি ওয়ানডে।

জাতীয় দলে এখনো নিজের ভিত শক্ত করতে না পারলেও সুযোগ পেয়ে নিজের জাত ভালোই চিনিয়েছেন তিনি। সবশেষ শ্রীলংকার বিপক্ষে টি-২০ এবং ওয়ানডেতে বোলিংয়ে তো বটেই, ব্যাট হাতেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। এরপর থেকেই সবার নজরে এই লেগ স্পিনার।

ক্রিকেট,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close