• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রাম টেস্টে থাকছেন না হাথুরুসিংহে, প্রধান কোচের দায়িত্বে পোথাস

প্রকাশ:  ২৭ মার্চ ২০২৪, ২০:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে থাকছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জরুরী ব্যক্তিগত কারণে উড়াল দেবেন অস্ট্রেলিয়া। তার অবর্তমানে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস।

বুধবার (২৭ মার্চ) বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ মার্চ থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

হাথুরুসিংহের দ্রুত অস্ট্রেলিয়া যাওয়া প্রয়োজন বলে বিবৃতিতে জানিয়েছে বিসিবি, ‘প্রধান কোচ ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফর করবেন, তার অবিলম্বে যাওয়া প্রয়োজন।’

‘চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন’-বিবৃতিতে আরও যোগ করা হয়।

গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সিরিজ শেষে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া যান হাথুরুসিংহে। বিপিএলের শেষদিকে ফেরেন এই লঙ্কান কোচ। শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকে থাকলেও শেষে তার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ।

সিলেটে প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে লড়াইটুকু করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। দলের গভীরতা বাড়াতে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদকে।

পোথাস,হাথুরুসিং,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close