• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ অধিবেশন নয়, ক্রিকেট মাঠে গেলেন মাশরাফী-সাকিব

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২৪, ২১:৫০
পূর্বপশ্চিম ডেস্ক

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন বসে। ওই অধিবেশনে অংশগ্রহণ করতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টারবয় মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান।

তারা প্রথম অধিবেশনের প্রথম দিনে অংশ না নিয়ে সিলেটে বিপিএল খেলেছেন।

মাশরাফি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে দ্বাদশ জাতীয় সংসদের পাঁচজন হুইপের একজন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য দিকে সাকিব আল হাসান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম ৩০ জানুয়ারি বসবে বলে জানানো হয়। ওই দিন সংসদে থাকবেন নাকি মাঠে এমন এক প্রশ্নে মাশরাফী বলেছিলেন, ‘দেখা যাক কী হয়, এখনই বলতে পারছি না।’

শেষ পর্যন্ত লম্বা সময় ক্রিকেট মাঠে কাটানো মাশরাফী সংসদ নয় ক্রিকেট মাঠকেই বেছে নিলেন।

সাকিব আল হাসান,মাশরাফী বিন মোর্ত্তজা,জাতীয় সংসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close