• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মেসির পথেই বন্ধু সুয়ারেজ, যোগ দিচ্ছেন মিয়ামিতে

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

ইন্টার মিয়ামিকে এবার বার্সেলোনার মিয়ামি শাখা বলে ডাকাই যেতে পারে! পিএসজি ছাড়ার পর মেসি বার্সায় যাবেন বলে ব্যাপক গুঞ্জন ওঠে, আলোচনা ছিল সৌদি ক্লাবের কথাও। তবে শেষতক বার্সার সাবেক তারকা মেসি যান যুক্তরাষ্ট্রের ক্লাবে। এরপর একের পর এক বিমানে মিয়ামির পথ ধরেছেন সার্জিও বুসকেটস, জর্দি আলবারা। সেখানে আরেক সংযুক্তি হতে যাচ্ছে বার্সার আরেক সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজের।

এসবের পরে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিকে তো বার্সেলোনার মিয়ামি শাখা বলে ডাকাই যেতে পারে!

মেসি-বুসকেটসের সঙ্গে সুয়ারেজের পুনর্মিলনীর খবর জানিয়েছেন দল-বদলের বিশ্বস্ত সূতিকাগার ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

নতুন মৌসুমের শুরুতে মিয়ামি শিবিরে যোগ দিতে গত নভেম্বরেই ব্রাজিলের ক্লাব গ্রেমিওকে বিদায় জানিয়েছেন সুয়ারেজ। আর নতুন করে মৌখিক কথাবার্তা সেরেছেন মিয়ামির সঙ্গে। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর এখন সময়ের ব্যাপার।

তথ্য বলছে, মিয়ামিতে সুয়ারেজ যোগ দেবেন ফ্রি এজেন্ট হিসেবে। আপাতত চুক্তি হবে এক মৌসুমের। সেখানে আরও এক বছর চুক্তি বৃদ্ধির বিকল্পের বিষয়টিও লেখা থাকবে।

যদিও সুয়ারেজ সেখানে আয় রোজগার কেমন করতে পারবেন তা জানা যায়নি।

২০১৪ থেকে ২০২০ এই ছয় বছর বার্সার জার্সিতে একসঙ্গে খেলেছেন মেসি, সুয়ারেজ, বুসকেটস, জর্দি আলবা। এই সময়ে তারা ক্লাবের হয়ে জিতেছেন ১৩টি শিরোপা।

আলোচিত এই চারজনের জুটিকে শিগগিরই ফের মিলিয়ে দিতে যাচ্ছে মিয়ামি।

খেলা,ফুটবল,লিওনেল মেসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close