• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

জাপানকে ৯ উইকেটে হারালো বাংলাদেশ

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩
স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯ উইকেটে হারিয়েছে রাব্বির দল।

সোমবার (১১ ডিসেম্বর) আবুধাবির আইসিসি একাডেমি মাঠে জাপানকে ৯৯ রানে অলআউট করে ১১.২ ওভারে ১ উইকেট হারিয়েছে যুবারা।

টানা দ্বিতীয় জয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকারও শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কা।

এদিন টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করে জাপান। কিন্তু তাদের সেই কৌশল বাংলাদেশের যুবাদের বোলিং তোপের সামনে কোনো কাজই করেনি। ৫৮ রানে ছিলো না ৬ উইকেট।

এরপর বিরতি দিয়ে বাকি উইকেটগুলোও হারায় জাপাান। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান (৮০ বলে) করেন ওপেনার নিহার পার্মার। শেষ পর্যন্ত ৪৭.১ ওভার খেলে ৯৯ রানে থামে জাপান।

বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট শিকার করেন মাহফুজুুর রহমান ও আরিফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে জাপানের বোলারদের তুলোধুনো করে দ্রুতগতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। ফলে মাত্র ১১.২ ওভারেই লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

ওপেনার জিসান ১৬ বলে ২৯ রানের ঝোড়ে ইনিংস খেলে চার্লজ হিনজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে আরেক মারকুটে ওপেনার আশিকুর ফিফটি হাঁকান ৪৩ বলে। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৫ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। আশিকুরের সঙ্গে ১০ রান করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন চৌধুর মোঃ রিজওয়ান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অনূর্ধ্ব-১৯,এশিয়া কাপ,বাংলাদেশ,জাপান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close