• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়ানডে বিশ্বকাপ

টস জিতে দ. আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৩, ১৪:১৬ | আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৪:৪২
স্পোর্টস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের দশম ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১২ অক্টোবর) লক্ষ্ণৌয়ের অটল বিহারি বাজপেয়ি ইকানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

উইকেট বিবেচনা করে দুই দলই এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে। দক্ষিণ আফ্রিকা পেসার কোয়েটজের জায়গায় বাঁ-হাতি লেগ স্পিনার তাবরেজ শামসিকে দলে নিয়েছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে বাদ দিয়েছে। তারা ইনজুরি থেকে ফেরা পেস অলরাউন্ডার মার্কোস স্টইনিসকে একাদশে রেখেছে।

দিল্লিতে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪২৮ রানের সৌধ গড়ে বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, চেন্নাইয়ে অস্ট্রেলিয়া মাত্র ১৯৯ রানের পুঁজি গড়ে ভারতের কাছে হেরেছে। আজ প্রোটিয়ারা চাইবে টানা দ্বিতীয় জয় তুলে নিতে। অন্যদিকে, রেকর্ড পাঁচবারের বিশ্বজয়ীরা চাইবে পয়েন্টের খাতা খুলতে।

ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১০৮ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। মুখোমুখিতে জয়-পরাজয় কাছাকাছি। দক্ষিণ আফ্রিকা ৫৪টিতে ও অস্ট্রেলিয়া ৫০টিতে জিতেছে। প্রোটিয়ারা আগে ব্যাট করার সময় ২৬ বার ও রান তাড়া করার সময় ২৮ বার জিতেছে। অস্ট্রেলিয়া রান তাড়ার সময় ১৭ বার ও টার্গেট দিয়ে ৩৩ বার জিতেছে। রান তাড়া করে জেতায় বিশ্বরেকর্ডটা প্রোটিয়াদেরই গড়া। ২০০৬ সালে জোহানেসবার্গে অজিদের ছুড়ে দেয়া ৪৩৫ রানের টার্গেট তাড়া করে এক উইকেটে জিতেছিল তারা।

ওয়ানডে বিশ্বকাপে মোট ছয়বারের মুখোমুখিতে অজিরা তিনটিতে ও প্রোটিয়ারা দু’টিতে জিতেছে। একটি ম্যাচ টাই হয়েছে।

দক্ষিণ আফ্রিকার একাদশ

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মালান, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিনি, কাগিসু রাবাদা ও তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়ার একাদশ

ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, এডাম জাম্পা ও জস হ্যাজলউড।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়ানডে বিশ্বকাপ,অস্ট্রেলিয়া,ব্যাটিং,টস,দক্ষিণ আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close