• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কানাডা

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২৩, ১৩:৩৩
স্পোর্টস ডেস্ক

বারমুডার বিপক্ষে জয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো কানাডা। কানাডার হ্যামিল্টনে শনিবার (৭ অক্টোবর) আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে বারমুডাকে ৩৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ১৩২ রানের লক্ষ্যে ৭ বল বাকি থাকতেই ৯৩ রানে গুটিয়ে গেছে বারমুডা।

বারমুডার সমান পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করলো কানাডা। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের টিকেট পেলো তারা। তাদের গ্রুপে পানামা ও কেইম্যান আইল্যান্ডসও ছিলো। সবাইকে টপকে বিশ্বকাপে খেলতে যাচ্ছে দলটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০ দল অংশ নেবে ওই টুর্নামেন্টে।

এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছে কানাডা- ১৯৭৯, ২০০৩, ২০০৭ ও ২০১১ সালে। এরপর আর কোনো মেজর টুর্নামেন্টে খেলতে পারেনি দলটি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে তাদের।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কানাডা,টি-টোয়েন্টি,বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close