• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এশিয়ান গেমস

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০২৩, ১১:৫৮
স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস ক্রিকেটে পাকিস্তানকে ৬ উইকেট হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এর ফলে হ্যাংঝুতে এশিয়ান গেমসে মেয়েদের পর ছেলেরাও ক্রিকেটে বাংলাদেশকে পদক এনে দিলো।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৫ ওভারে। নির্ধারিত ৫ ওভারে আগে ব্যাট করে পাকিস্তান ১ উইকেটে সংগ্রহ করে ৪৮ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬৫। কঠিন সেই লক্ষ্য বাংলাদেশ ছুঁয়েছে ইয়াসির আলী ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে।

শেষ ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ছিলো ২০ রানের। প্রথম চার বলে ২ ছক্কা, দু’টি ডাবলসে জয়ের কাছাকাছি পৌঁছেও যায় তারা। শেষ দুই বলে প্রয়োজন পড়ে ৪ রান। কিন্তু পঞ্চম বলে ইয়াসির আউট হলে শঙ্কা তৈরি হয় তীরে এসে তরী ডোবার। কিন্তু শেষ বলে নতুন ব্যাটার রাকিবুল চার মেরে ৬ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেছেন।

১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ইয়াসির খেলেছেন ৩৪ রানের দুর্দান্ত ইনিংস। আফিফ করেছেন ১১ বলে ২০ রান। সাইফ হাসান ও জাকির হাসান কেউই রানের খাতা খুলতে পারেননি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

এশিয়ান গেমস,জয়,পাকিস্তান,ব্রোঞ্জ,বাংলাদেশ,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close