• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৩
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ মিশন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারবো।

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে বৃহস্পতিবার (৫ অক্টোবর)। এবারের বিশ্বকাপ এককভাবে আয়োজন করছে ভারত। দশ দলের অংশগ্রহণে ১০ ভেন্যুতে ৪৬ দিনে অনুষ্ঠিত হবে ৪৮ ম্যাচ। বিশ্বকাপে পারফর্ম করতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আমার সঙ্গে সবসময় ওদের (খেলোয়াড়) একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি।

ক্রিকেটারদের কাছে সরকার প্রধানের চাওয়া, ‌‘আমি তাদের বলবো যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই’।

তিনি বলেন, বিশ্বকাপে আমরা যে খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। দেখা যাক, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রধানমন্ত্রী,আশা,বাংলাদেশ,বিশ্বকাপ,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close