• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৪
স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ দলটিকে টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সাইফ হাসান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে দল জানিয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ১৯তম এশিয়ান গেমসের জন্য চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে দল।

এশিয়ান গেমসের স্কোয়াডে আছেন জাতীয় দলে খেলা বেশ কিছু ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার আছেন ৮ জন। জাতীয় দলের জার্সিতে ফর্মহীনতায় ভোগা আফিফ হোসেনকেও রাখা হয়েছে এশিয়ান গেমসের দলে। তাদের সঙ্গী হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি।

অধিনায়ক সাইফের সাথে ওপেনিং এবং টপ অর্ডার সামলানোর দায়িত্বে থাকবেন পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়রা। এছাড়াও দলে আছেন একবার টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া জাকের আলি অনিকও।

বোলিং বিভাগে আছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, নাহিদ রানাও রিপন মন্ডল। স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন, হাসান মুরাদ, রাকিবুল হাসানরা।

এশিয়ান গেমসের বাংলাদেশ দল

সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়, রাকিবুর হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ও রিশাদ হোসেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘোষণা,দল,এশিয়ান গেমস,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close