• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নারী শ্যুটিংয়ে জাপানকে পেছনে ফেলে নবম হলো বাংলাদেশ

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক

দলগত দশ মিটার এয়ার রাইফেলে ভালো ফলাফল করার লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে এসেছিল বাংলাদেশ নারী শ্যুটিং দল। কিন্তু আজ রোববার সকালে ১৫ দলের মধ্যে নবম হয়ে মিশন শেষ করেছে। বাংলাদেশের হয়ে লড়েন শাইরা আরেফিন, কামরুননাহার কলি ও নাফিশা তাবাস্সুম।

এই বিভাগে ১৮৯৬.৬ স্কোর করে স্বর্ণ জিতে চীন। আর ১৮৮৬ স্কোর করে রৌপ্য জিতে ভারত। এটা ছিল চলতি এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক। মঙ্গোলিয়ার নারী শ্যুটিং দল ১৮৮০ স্কোর করে জিতে নেয় ব্রোঞ্জ। বাংলাদেশ ১৮৭৬ স্কোর করে নবম হয়। এই ইভেন্টে জাপান ১৮৬২.৯ স্কোর করে দশম হয়।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, ১৮৭৬.৯ স্কোর করে সিঙ্গাপুর চতুর্থ, ১৮৭৬.৮ স্কোর করে দক্ষিণ কোরিয়া পঞ্চম, ১৮৭৬.৮ স্কোর করে চাইনিজ তাইপে ষষ্ঠ, ১৮৭৬.৩ স্কোর করে ভিয়েতনাম সপ্তম ও বাংলাদেশের সমান ১৮৭৬ স্কোর করে ইরান অষ্টম হয়।

    শ্যুটিংয়ে বাংলাদেশ দল এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতলেও এশিয়ান গেমসের পদক এখনও অধরা রয়েছে। সেটা এবারও অধরাই থেকে গেল।

    হ্যাংজু আসার আগে বাংলাদেশের জাতীয় দলের ম্যানেজার মুশতাক ওয়াইজ বলেছিলেন, করোনা মহামারি, ডেঙ্গু জ্বরের প্রকোপ, ইউক্রেন যুদ্ধের কারণে পিস্তলের চালান আটকে যাওয়াসহ বেশ কিছু প্রতিবন্ধকতা পার হতে হয়েছে শুটিং দলকে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close