• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

ভুটানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৮
স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ভুটানের কাছে ৪-৩ এ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের ম্যাচে একসময় তিন গোলে এগিয়েও গিয়েছিলো, কিন্তু পরে এক হালি গোল খেয়ে বসে রাশেদ আহমেদ পাপ্পুর দল।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ম্যাচ শুরুর ২ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রুবেল শেখ প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান। ২৯ মিনিটে মধ্যমাঠের এক থ্রু ধরে অন্যদের ছাড়িয়ে আসাদুল মোল্লা বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ে নিখুঁত ফিনিশিং করেন।

৩২ মিনিটে ভুটান এক গোল শোধ দেয়। কর্নার থেকে জিগমে নামগিল হেডে ব্যবধান কমান। ডিফেন্ডার কিংবা গোলকিপার কিছুই করতে পারেননি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভুটান স্কোরলাইন ২-২ করে। বক্সে ঢুকে কিংজ্যাং তেনজিম একে একে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করে জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন।

বিরতির পর খেলা আরো জমে ওঠে। ৫৭ মিনিটে বাংলাদেশ আবারো এগিয়ে যায়। বক্সে ঢুকে রাজু আহমেদ ডান পায়ের জোরালো শটে দলকে আবারও এগিয়ে নেন।

৬৮ মিনিটে ভুটান ৩-৩ এ সমতায় ফেরে। জিগমে নামগিল বক্সের ভেতরে বল পেয়ে গোলকিপারের পাশ দিয়ে জড়িয়ে দেন জালে। ৮৪ মিনিটে ভুটান চতুর্থ গোল করে প্রথমবারের মতো লিড নেয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলে স্কোরলাইন রেখে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে তারা।

গ্রুপে ভারত ও ভুটান তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সাফ চ্যাম্পিয়নশিপ,অনূর্ধ্ব-১৯,বিদায়,বাংলাদেশ,ভুটান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close